ভবিষ্যৎ কর্মপরিকল্পনা
সকল ভাতাসহ অন্যান্য কার্যক্রম ডিজিটাল উপায়ে (G2P) আবেদন গ্রহণ ও (EFT) পদ্ধতিতে পরিশোধকরণ।
1. সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সেবা জনগণের দোরগোড়ায় যথাযথভাবে পৌছে দিয়ে এবং সেবা গ্রহীতাদের ডাটাবেজ তৈরী করণ।
2. উপজেলায় সেবাদানে শুদ্ধাচার অনুশীলন নিশ্চিতকরণ, ইনোভেশনকে উৎসাহ প্রদান এবং সেবা প্রদান পদ্ধতিকে ডিজিটালাইজেশন করা হবে।
3. ই-ফাইলের মাধ্যমে নাগরিক আবেদন গ্রহণ।
4. তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে স্বপ্রণোদিত হয়ে ওয়েব পোর্টালে হালনাগাদ তথ্য প্রদান।
5. ভাতভাতাভোগীদের তথ্য MIS সফটওয়্যারে মাধ্যমে যাচাই বাছাই করে সংরক্ষণ।
6. সকল প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য DIS Software এর মাধ্যমে সংরক্ষণ।
7. NSSS বাস্তবায়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাধীন উপজেলার সকল দপ্তরের সাথে একীভূত সেবা প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস